
জোড়াসাঁকো বিধানসভায় অনুষ্ঠিত হল হিন্দু – মুসলিম সম্প্রীতিতে’ দওয়াতে ইফতার ‘
দেবশ্রী মুখার্জী : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা বলেন’ ধর্ম যার যার উৎসব সবার’ | সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে জোড়াসাঁকো বিধানসভার তৃণমূলের বিধায়ক বিবেক গুপ্তা পবিত্র রমজান মাসে রমজানে জোড়াসাঁকো বিধানসভার অন্তর্গত বসবাসরত রোজা রাখা মুসলিম ধর্মাবলম্বী নারী – পুরুষ উভয়ের জন্যই আয়োজন করলেন দেওয়াতে ইফতার | বাংলায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের ঐক্যচিত্র ধরা পড়ল এই অনুষ্ঠানে | যেখানে আমনন্ত্রিত মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিত্বদের সাথে বহু হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিত্বদের দেখা গেল একসাথে বসে ইফতারি করতে মিলিত ভাবে | উক্ত অনুষ্ঠানের আয়োজক MLA বিবেক গুপ্তা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন কাউন্সিলর জসিমুদ্দিন কাউন্সিলর ইলোরা সাহা, কাউন্সিলর শান্তি রঞ্জন কুন্ডু, তৃণমূল নেতা ঋজু দও সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা |


CATEGORIES সোস্যাল