
‘ ছিঁচকে ‘ ওয়েব সিরিজের মিউজিক লঞ্চ
দেবশ্রী মুখার্জী : কাহন কমিউনিকেশনস এর প্রযোজনায়, ছবির কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় থাকা মৃন্ময় নন্দীর উপস্থাপনায় Kaahon কাহন ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ছয় টি এপিসোডের থ্রিল ও রোমান্টিক ওয়েব সিরিজ ‘ ছিঁচকে ‘ | ৩ রা জানুয়ারি কলকাতার স্বরআত্মা স্টুডিওতে ছবির কলা কুশলী ও অতিথি গায়ক কিঞ্জল চ্যাটার্জী, বাচিক শিল্পী মেঘনা নন্দী, প্রদীপ সেন ও অন্যান্যদের উপস্থিতিতে ওয়েব সিরিজ ছিঁচকের মিউজিক লঞ্চ অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে সুসম্পন্ন হল | এই সিরিজের মনমাতানো তিনটি গান আমার মুক্ত সাজা হলো না , প্রেম যাবে বলে আসে হায় ও থিম সং ছিচকে মামা এই গানগুলির সুরকার অঙ্কন ও কনিষ্ক সরকার, কথায় : এবং ইস্পিতা ও থিম সং লেখায় মৃন্ময় নন্দী , কন্ঠে তিমির বিশ্বাস , মধুপর্ণা গঙ্গোপাধ্যায় , চন্দ্রিকা ভট্টাচার্য্য , ও পিঙ্কি এদের উপস্থিতি অনুষ্ঠানটিতে আলাদা মাত্রা এনে দেয় | এই গানগুলির অডিও ও ভিডিও দেখতে পাওয়া যাবে কাহন ইউ টিউব চ্যানেলে আর অন্যান্য মিউজিক প্লাটফর্মে থাকবে গানগুলির অডিও |

