গ্ল্যামার গ্লো ফ্যাশনের লেহেঙ্গা শুট

গ্ল্যামার গ্লো ফ্যাশনের লেহেঙ্গা শুট

নিউজ ডেস্ক : নতুন বছরের ২৭ শে জানুয়ারি গ্ল্যামার গ্লো ফ্যাশনের প্রথম লহেঙ্গা শুট হল দমদমের স্টুডিও কিং এ | গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্নধার ও মডেল মৌসুমী বর্ধনের উদ্যোগে আয়োজিত এই ফটোশুটে মডেলদের সাথে মৌসুমীকেও দেখা গেল ফটোশুটে লাল লেহেঙ্গায় | এছাড়াও অন্যান্য মডেল দের মধ্যে এই শুটে অংশ নেয় মডেল রিয়া দাস ও অপর্ণা দে |

মডেলদের সাজিয়ে তোলে মেকআপ আর্টিস্ট সিদ্ধার্থ আচার্য , টুম্পা গুপ্তা , নিখাত নাসরিন | এই শুটের ফটোগ্রাফি করে কিংকর হুই | আগামী দিনে এই ছবি গুলি গ্ল্যামার গ্লো এর ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যাবে | অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট সাংবাদিক অনুপ কুমার বর্ধন |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )