কাঠবাদামের উপকারিতা
নিউজ ডেস্ক : মাত্র ৪ থেকে ৫টা কাঠবাদাম, আপনার শরীরকে সুস্থ, সতেজ, সক্রিয় রাখার পক্ষে যথেষ্ট। ইমিউনিটি বাড়িয়ে শরীরকে চাঙ্গা করে দেবে গোটা কয়েক কাঠবাদাম। যাতে রয়েছে ওমেগা, ফলিক অ্যাসিড, পটাসিয়াম, ক্যালসিয়াম আর ভিটামিন ডি ও ই। কাঠবাদাম কোষ্ঠকাঠিন্য দূর করে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, ওজন নিয়ন্ত্রণ করে এবং চুল ও ত্বকের জেল্লা বাড়ায়।
প্রতিদিন ৪টি করে কাঠবাদাম খান আর দেখুন ম্যাজিক। আগের রাতে জলে ভিজিয়ে রেখে পরদিন সেই জল সহ বাদাম খেলে আরও উপকার পাবেন। ভেজানো বাদাম নরম হয়ে যায়, ফলে হজমও হয় তাড়াতাড়ি। জলে ভেজানো কাঠবাদাম কোলেস্টরেলের মাত্রাকে নিয়ন্ত্রিত করে।অনেক সময় ভিটামিন ডি ও ম্যাগনেসিয়ামের অভাবে অকালে চুল ঝরে পড়তে থাকে। নিয়মিত কাঠবাদাম খেলে চুল পড়া বন্ধ হয়। কাঠবাদামে আছে ফসফরাস যা নতুন চুল গজাতে সাহায্য করে। আবার এই ফসফরাস দাঁত ও হাড়কে মজবুত করার পক্ষে সহায়ক।
কাঠবাদাম হল অ্যালকালাইন সমৃদ্ধ একটি খাবার যা বিভিন্ন রোগ প্রতিরোধক। শুধু তাই নয় হৃদযন্ত্রকে সুস্থ রাখতে, ক্যান্সার এবং ডায়বিটিসকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কাঠবাদাম।
বুঝতেই পারছেন কাঠবাদামের কী অপরিসীম উপকারিতা। অতএব পুষ্টিগুণে ভরপুর কাঠবাদামকে অবশ্যই রাখুন আপনার দৈনন্দিন খাদ্য তালিকায়।