কহিনূর সেন বরাটের পরিকল্পনায় ও পরিচালনায় মঞ্চস্থ হল ‘ দ্রোহী ‘
দেবশ্রী মুখার্জী : ২৩ শে ডিসেম্বর কলকাতার জ্ঞান মঞ্চে প্রথমবার মঞ্চস্থ হলো নৃত্যনাট্য দ্রোহী | কৌশিক সেনগুপ্তের কাহিনী ও রচনায় সৃষ্টি দ্রোহী রূপ পেল নৃত্যশিল্পী কোহিনুর সেন বরাটের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় |
মঞ্চস্থ হওয়া এই দ্রোহী নৃত্যনাট্যে পূর্বে দ্রোপদী হোক বা বর্তমানে হাতরাশ , মনিপুর , অভয়া কিংবা দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া নারীদের ওপর নির্মম অত্যাচারের দিকটি পরিস্ফুট হওয়ার সাথে তার বিরুদ্ধে ধিক্কার স্বরও জেগে উঠল নৃত্যনাট্য দ্রোহীর রচয়িতাদের রচনায় ও ভাবনায় | কোহিনুর ডান্স একাডেমী ও সৃজনের শিল্পীদের দ্বারা পরিবেশিত এই নৃত্যনাট্য প্রতিবাদ জানালো নারী নির্যাতনের বিরুদ্ধে | দ্রোহী নৃত্যনাট্যে সঙ্গীত আয়োজনে ছিলেন অরুপ রতন মুখোপাধ্যায় ও সঙ্গীতে ছিলেন সুমিতা চক্রবর্ত্তী ও জয় | এদিন দ্রোহী দেখতে দর্শকদের আসনে বিশিষ্ট্য ব্যক্তিত্বদের মধ্য উপস্থিত ছিলেন সুরকার কল্যাণ সেন বরাট সহ অন্যান্যরা |