কলাক্ষেত্রমের শ্রদ্ধার্ঘ্য নিবেদন
সন্দীপন মান্না : ১৪ ই ফেব্রুয়ারি মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হল এক রাবেন্দ্রিক সন্ধ্যা জন্মশতবর্ষে পদার্পণ করা বাংলার স্বনামধন্য প্রয়াত দুই সংগীতশিল্পী সুচিত্রা মিত্র ও কণিকা বন্দ্যোপাধ্যায় কে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে | শতবর্ষের আলোয় এই দুই সংগীতশিল্পীকে শ্রদ্ধা অর্পনে কলাক্ষেত্রমের নিবেদনে অনুষ্ঠিত হলো ‘প্রেমে প্রাণে গানে গন্ধে ‘ রবি ঠাকুরের গান, কবিতায় ভাষ্যের কোলাজ |

উক্ত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বিশিষ্ট সংগীত শিল্পীদের মঞ্চস্থ সংগীত পরিবেশনার সাথে বিশিষ্ট নৃত্যশিল্পীদের নৃত্য পরিবেশনা।কলাক্ষেত্রমের কর্ণধার ডঃ শুভাশীষ ভট্টাচার্য ও নৃত্যশিল্পী সুস্মিতা ভট্টাচার্যের বিশেষ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরদের মধ্যে যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে নৃত্যশিল্পী পলি গুহ, শ্রুতি বন্দ্যোপাধ্যায় ডঃ শুভাশীষ ভট্টাচার্য্য, সুস্মিতা ভট্টাচার্য , সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য্য , চন্দ্রাবলী রুদ্র দত্ত , দীপাবলী দও , অলক রায় চৌধুরী সহ অন্যান্যরা |

উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মশ্রী মমতা শঙ্কর, পদ্মশ্রী পন্ডিত তেজেন্দ্র নারায়ন মজুমদার , পদ্মশ্রী ঢাকী সম্রাট গোকুল চন্দ্র দাস , নৃত্যশিল্পী অলোকা নন্দা রায় , MMIC দেবাশিষ কুমার , বাচিক শিল্পী দেবযানী কুমার সহ অন্যান্যরা |
