
কলকাতায় উদ্বোধন হল কসমেটোলজি ক্লিনিক ‘ অওরা ‘
সন্দীপন মান্না : বর্তমান যুগে মেয়ে হোক বা ছেলে সকলেই এখন সৌন্দর্য সচেতন | নারী হোক বা পুরুষ তাদের বাহ্যিক রুপকে ফুটিয়ে তুলতে ও আরো সৌন্দর্য্য বৃদ্ধি করতে ১৬ জনুয়ারি কলকাতার ১৮ বি লেক ভিউ রোডে শুভ উদ্বোধন হলো কসমেটোলজি ক্লিনিক ‘অওরা ‘ |

এই ক্লিনিকের কর্ণধার দিশারী মৈত্রের প্রচেষ্টায় গড়ে ওঠা এই ক্লিনিকে স্কিন ও হেয়ারের বিভিন্ন সমস্যার ট্রিটমেন্ট যেমন হেয়ার ফল বা ড্যানড্রফ ট্রিটমেন্ট , হোয়াইট হেয়ার ট্রিটমেন্ট এর সাথে স্কিনের বিভিন্ন সমস্যা, শ্বেতির ট্রিটমেন্ট , ফুল বডি হেয়ার রিমুভ , মোল রিমুভাল ট্রিটমেন্ট , কার্বন লেজার ট্রিটমেন্ট ইত্যাদি আরো অনেক কিছু পরিষেবা পাওয়া যাবে এই ক্লিনিক থেকে | এই দিন ক্লিনিকের শুভ উদ্বোধন করেন বিধায়ক ও এম এম আই সি দেবাশীষ কুমার , সোশ্যাল অ্যাক্টিভিটি ইন্দ্রানী গাঙ্গুলী , ‘অওরা ‘ ক্লিনিকের কর্ণধার দিশারী মৈত্র সহ আল্পনা মৈত্র , তপব্রত মৈত্র , নেহা ব্যানার্জি সহ অন্যান্যরা |
