কফি হাউসে রক্তদান উৎসব

কফি হাউসে রক্তদান উৎসব


সন্দীপন মান্না : ৯ই জানুয়ারি পদ্মশ্রী শৈলেন মান্নার জন্ম শতবর্ষে তাকে শ্রদ্ধা জানাতে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন এর সকল সদস্যদের প্রচেষ্টায় ও সংস্থার সম্পাদক অচিন্ত লাহার উদ্যোগে আয়োজিত হল ২৪ তম রক্তদান উৎসব |

এই দিন কলকাতা কফি হাউসে প্রায় ৫০০ এরও বেশি মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করে ৷ উক্ত অনুষ্ঠানে বহুবিশিষ্ট ব্যক্তিত্বদের সমাগম লক্ষ্য করা যায় ৷ এদের মধ্যে উল্লেখযোগ্য অভিনেতা বিপ্লব চ্যাটার্জি, ভাস্বর চ্যাটার্জি, বিএসএনএল ডাইরেক্টর এস কে দেব, সি আই সি আল্পনা লাহা, কাউন্সিলর মোহন কুমার গুপ্তা সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )