ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম কনফারেন্স কলকাতা চ্যাপটার

ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম কনফারেন্স কলকাতা চ্যাপটার

নিউজ ডেস্ক : ১০ ই জানুয়ারি রবীন্দ্র সদনের কাছে ক্ল্যালকাটা ম্যানসনে অনুষ্ঠিত হল ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে আলোচনা সভা | বর্তমান যুগে ডিজিটাল মিডিয়া যেভাবে বৃহৎ আকারে সমাজ বিন্যাসে প্রভাব বিস্তার করছে তা বলাই বাহুল্য | ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে ডক্টর মলয় পিঠের তত্ত্বাবধানে , শংকর মন্ডল ও সুদীপ্ত চক্রবর্তীর প্রচেষ্টায় অনুষ্ঠিত হল ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম কনফারেন্স কলকাতা চ্যাপ্টার | এদিন বৈঠক থেকে জানানো হয় , আগামী দিনে বাংলায় শিল্প বান্ধব পরিবেশ গড়তে ও স্বচ্ছ সমাজ গড়তে পজেটিভ নিউজের গুরুত্ব বাড়াতে ইত্যাদি বিবিধ বিষয়ে কাজ করবে এই সংগঠন |

এর আগে এই সংগঠন থেকে বিভিন্ন জেলায় ডিজিটাল মাধ্যমকে সাথে নিয়ে বৈঠক হয়েছে এবারে প্রথমবার তারা কলকাতায় এই বৈঠক করলেন কলকাতায় কাজ করা বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সাংবাদিকদের উপস্থিতিতে | এদিন বৈঠক থেকে আরো জানানো হয় এই সংগঠন থেকে আগামী দিনে ডিজিটাল মিডিয়ার স্বীকৃতি বিষয়ে যেমন তারা স্বচেষ্ট হবেন তার সাথে এই সংগঠনের সাথে যুক্ত ডিজিটাল মাধ্যমে সংগৃহীত বিভিন্ন সংবাদ তাদের সিটি কেবিলের পজেটিভ বার্তা চ্যানেলে দেখানো হবে ও ডিজিটাল মিডিয়ার প্রসার বৃদ্ধির লক্ষ্যে তারা আগামী দিনে কাজ করবে |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )