ইভারা ‘ স্যালনের শুভ উদ্বোধন পাটুলিতে

সন্দীপন মান্না : পাটুলিতে উদ্বোধন হল ইউনিসেক্স সেলন ‘ ইভারা ‘ | ২৩ শে মে উদ্বোধন হওয়া এই সেলনের কর্ণধার মনিপ্রভা রায় ও চিত্র পরিচালক তূর্য্য মিত্রের যৌথ প্রয়াসে শুরু হল এই ইউনিসেক্স সেলন ‘ ইভারা ‘ | যেখানে মধ্যবিত্তের নাগালে সৌন্দর্য পরিষেবা দেওয়াই হল লক্ষ্য |

এখানে স্কিন ট্রিটমেন্ট, বিউটি ট্রিটমেন্ট , হেয়ার স্টাইলিং ও ট্রিটমেন্ট , স্প্যা , নেল এক্সটেনশন , মেকআপ , ফেসিয়াল , হেয়ার কাটিং হেয়ার কালার ,ইত্যাদি বিভিন্ন সৌন্দর্য পরিষেবা দেওয়া হবে নারী ও পুরুষ উভয় ক্ষেত্রেই স্বল্প মূল্যে |

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক বিরেশ চট্টোপাধ্যায় ,পরিচালক শিবপ্রসাদ রায় , দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ঝন্টু দে , অভিনেত্রী শর্মিষ্ঠা মুখার্জি সহ অন্যান্যরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )