ইন্ডিয়া বুক রেকর্ডসের” স্বীকৃতি পেল পেল পজিটিভ বার্তা |

ইন্ডিয়া বুক রেকর্ডসের” স্বীকৃতি পেল পেল পজিটিভ বার্তা |

দেবশ্রী মুখার্জী : ১৮ ই মাৰ্চ কলকাতা প্রেস ক্লাবে পজেটিভ বার্তার কর্নধার ডঃ মলয় পীট এদিন বহু বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে সম্মানিত হলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডেসের স্বীকৃত সম্মানে |

প্রাক্তন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন সুশান্ত বন্দোপাধ্যায়, শ্রীকুমার ব্যানার্জি, ডাঃ সুজিত ভট্টাচার্য, প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়, শঙ্কর মণ্ডল, আব্বাস উদ্দিন মোল্লা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ‘পজিটিভ বার্তা’-র পক্ষে ‘আইবিআর অ্যাচিভার অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন পজিটিভ বার্তার চিফ এক্সিকিউটিভ ও এম ডি ডাঃ মলয় পীট।


ইতিবাচক ভাবনার স্বীকৃতি স্বরূপ ‘পজিটিভ বার্তা’-কে এই সম্মানে ভূষিত করা হল |সম্মাননা গ্রহণের পর ‘প্রেস ক্লাব কলকাতা’-র প্রাঙ্গণে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডাঃ মলয় পীট বলেছেন, “ডিজিটাল প্ল্যাটফর্ম ও কেবল নেটওয়ার্ক মাধ্যমের পর আগামী এক বছরের মধ্যেই স্যাটেলাইট প্লাটফর্মে পা রাখবে পজিটিভ বার্তা।’ইণ্ডিয়া বুক অব রেকর্ডস’-এর এই স্বীকৃতি ‘পজিটিভ বার্তা’-কে আরো বেশি করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সংবাদ পরিবেশনে উদ্বুদ্ধ করবে।”

CATEGORIES
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )