আমতলা নলেজ সিটিতে পৌষ মেলা
দেবশ্রী মুখার্জী : ডায়মন্ডহারবার রোড আমতলায় স্থিত কবিগুরুর আশ্রম শান্তি নিকেতনের আদলে গড়ে ওঠা ‘ নলেজ সিটি ‘ এর কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজিত ২৭ শে ডিসেম্বর কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে জানানো হল শান্তিনিকেতনের পৌষ মেলার আদলে আগামী নতুন বছর অর্থাৎ ২০২4 এর ৩ রা জানুযারী থেকে ৭ ই জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে নলেজ সিটির প্রাঙ্গনে পৌষ মেলা ৷ নাচে , সঙ্গীতে , কবিতা , ভাষ্যপাঠ ইত্যাদি আরো অনেক কিছু থাকবে এই মেলায় ৷ এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নলেজ সিটির চ্যায়ারম্যান ডঃ আবদুর রব , আবৃত্তি শিল্পী ও অভিনেতা সেলিম দুরানি বিশ্বাস , কবি বরুন চক্রবর্তী , অরুন ভট্টাচার্য্য , আইনজীবী সুভাষ রায় , নজরুল গবেষক ডঃ দীপা দাস সহ অন্যান্যরা ৷
CATEGORIES ব্যবসা- বাণিজ্য