অলক ফাউন্ডেশন ও অ্যামেকের সামাজিক কর্মসূচী

সন্দীপন মান্না : সম্প্রতি হয়ে যাওয়া ২রা এপ্রিল অটিস্টিক ডে ও ২২ শে এপ্রিল আর্থ ডে সেলিব্রেশনে অলক ফাউন্ডেশন ও অ্যামেক অ্যাকাডেমি ফর মিউজিক্যাল এক্স্রিলেন্স এর যৌথ প্রয়াসে ২৯ শে এপ্রিল অ্যামেকের কসবা ব্রাঞ্চে বিশেষভাবে সক্ষম কিছু ব্যক্তিত্বদের নিয়ে পালিত হলো ‘সমন্বয়’ ডাইভারসিটি সেলিব্রেশন |

‘বেহালা বোধন ‘ সংস্থার স্পেশাল চাইল্ড নিয়ে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে তারা স্বতস্ফূর্ত ভাবে নাচে ,গানে অংশ নেয় ও তাদের নিজেদের তৈরী জিনিষের একশিবিশন করে | শুধু তাই নয় এর সাথে তারা ডিজাইনার অঙ্গনা বোসের তৈরি ড্রেসে ওয়াক করে | বিশেষ ক্ষমতা সম্পন্ন এরূপ ব্যক্তিত্বদের সমাজের মূল স্রোতে নিয়ে এসে আগামী দিনে তাদের এগিয়ে যাওয়ার পথ কে প্রশস্ত করার লক্ষ্যেই এই আয়োজন এমনটাই জানায় অনুষ্ঠানের আয়োজকরা |

এই অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ হয় অলক ফাউন্ডেশন এর কর্ণধার আইনজীবী দেবযানী ঘোষ ও সমাজ সেবী মহাশ্বেতা মুখার্জির পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে অনুষ্ঠিত হওয়া শ্রুতি নাটক’ রক্তের রং পান্না সবুজ ‘ | এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যামেকের প্রিন্সিপাল রুচিকা মজুমদার , ডিরেক্টর সুরেন্দ্রনাথ মজুমদার সহ অন্যান্যরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )