অলক ফাউন্ডেশনের পক্ষ থেকে ডাক্তার দিবস পালিত হল কলকাতা প্রেসক্লাবে

অলক ফাউন্ডেশনের পক্ষ থেকে ডাক্তার দিবস পালিত হল কলকাতা প্রেসক্লাবে

অলক ফাউন্ডেশনের পক্ষ থেকে ডাক্তার দিবস পালিত হল কলকাতা প্রেসক্লাবে

সন্দীপন মান্না : ১ লা জুলাই কলকাতা প্রেস ক্লাবে ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন উপলক্ষে চিকিৎসক দিবস ও চ্যাটার্ড একাউন্টেনস ডে পালন করল স্বেচ্ছাসেবী সংস্থা অলক ফাউন্ডেশন। অলক ফাউন্ডেশনের কর্ণধার আইনজীবী দেবযানী ঘোষ বিগত কিছু সময়ে ধরেই সমাজে পিছিয়ে পড়া শ্রেণী, অ্যাসিড আক্রান্ত , ক্যান্সার পেশেন্ট বা শারীরিক বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিত্বদের সহযোগিতায় তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন |

এদিন তারই উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শুধু ডাক্তারদেরই নয় চিকিৎসা ফিল্ডে থাকা সেই সব মানুষদেরও সম্মান জানানো হয় যারা ডাক্তারদের সাথে থেকে রোগীদের সুস্থ করতে সহযোগিতা করে | উক্ত অনুষ্ঠানে যারা সম্মানিত হলেন তাদের মধ্যে ডাঃ অমিত রায়, ডাঃশান্তনু গুপ্ত , চ্যাটার্ড অ্যাকাউনটেন্ট প্রিয়জীৎ মিত্র , ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ থেকে টুম্পা গিরি , রিয়া বোস , স্বাস্থ্য পরিষেবায় যুক্ত ঐন্দ্রিলা ব্যানার্জী সহ অন্যান্যরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপান্তরকামী আইনজীবী মেঘ সায়ন্তনী ও সমাজসেবী জয়দীপ দে সহ অন্যান্যরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )