অলক ফাউন্ডেশনের পক্ষ থেকে ডাক্তার দিবস পালিত হল কলকাতা প্রেসক্লাবে
অলক ফাউন্ডেশনের পক্ষ থেকে ডাক্তার দিবস পালিত হল কলকাতা প্রেসক্লাবে
সন্দীপন মান্না : ১ লা জুলাই কলকাতা প্রেস ক্লাবে ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন উপলক্ষে চিকিৎসক দিবস ও চ্যাটার্ড একাউন্টেনস ডে পালন করল স্বেচ্ছাসেবী সংস্থা অলক ফাউন্ডেশন। অলক ফাউন্ডেশনের কর্ণধার আইনজীবী দেবযানী ঘোষ বিগত কিছু সময়ে ধরেই সমাজে পিছিয়ে পড়া শ্রেণী, অ্যাসিড আক্রান্ত , ক্যান্সার পেশেন্ট বা শারীরিক বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিত্বদের সহযোগিতায় তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন |
এদিন তারই উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শুধু ডাক্তারদেরই নয় চিকিৎসা ফিল্ডে থাকা সেই সব মানুষদেরও সম্মান জানানো হয় যারা ডাক্তারদের সাথে থেকে রোগীদের সুস্থ করতে সহযোগিতা করে | উক্ত অনুষ্ঠানে যারা সম্মানিত হলেন তাদের মধ্যে ডাঃ অমিত রায়, ডাঃশান্তনু গুপ্ত , চ্যাটার্ড অ্যাকাউনটেন্ট প্রিয়জীৎ মিত্র , ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ থেকে টুম্পা গিরি , রিয়া বোস , স্বাস্থ্য পরিষেবায় যুক্ত ঐন্দ্রিলা ব্যানার্জী সহ অন্যান্যরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপান্তরকামী আইনজীবী মেঘ সায়ন্তনী ও সমাজসেবী জয়দীপ দে সহ অন্যান্যরা |