
অরুপ মুখার্জীর উদ্যোগে পঞ্চমতম বর্ষের তিন কন্যার শুভ পরিণয়
দেবশ্রী মুখার্জী : ২০ এপ্রিল উত্তরপাড়ার সিমুলতলার এক মন্দির প্রাঙ্গনে বিশিষ্ট সমাজসেবী অরূপ মুখার্জির উদ্যোগে ও তত্ত্বাবধানে বাংলার প্রান্তিক এলাকার অর্থনৈতিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের কন্যা দায়গ্রস্থ পিতার পাশে দাঁড়াতে তিন কন্যার শুভ পরিণয় সুসম্পন্ন হল | প্রতিবছরের ন্যায় এবছরও অরূপ মুখার্জির প্রচেষ্টায় ও অন্যান্যদের সহযোগিতায় মহা ধুমধাম করেই অনুষ্ঠিত হলো পঞ্চম তম বর্ষের তিন কন্যার গণবিবাহ অনুষ্ঠান | উক্ত বিবাহ অনুষ্ঠানে বর- বধূ কে আশীর্বাদ করতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন স্টেট লিগাল সার্ভিস অথরিটি জাজ ডঃ মানবেন্দ্র ভৌমিক , পদ্মশ্রী কাজী মাসুম আখতার ,আই পি এস সুজয় কুমার চন্দ , ব্যারাকপুর কমিশনারেট প্রদীপ আঢ্য, কাউন্সিলর ডলি যাদব ,প্রফেসর আয়াজুল হক , হুগলি জেলা পরিষদ শিক্ষক কর্মদক্ষ সুবীর মুখার্জি , CIC সুব্রত মুখার্জী , কাউন্সিলর তাপস মুখার্জি, পশ্চিমবঙ্গ ফায়ার ওয়ার্ক ইউনিয়নের চেয়ারম্যান বাবলা রায়, সহ অন্যান্যরা |

নব দম্পতিদের নতুন সংসার শুরু করতে প্রয়োজনীয় সামগ্রী খাট, আলমারি ,শয্যা সামগ্রী ,বাসন, পাখা, বস্ত্র সহ আরো অনেক কিছু উপহার সরূপ তুলে দেওয়া হয়। এই দিন কন্যা সম্প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে সুব্রত মুখার্জি প্রদীপ আঢ্য ও বাবলা রায় |

