অনুষ্ঠিত হল ন্যাভিগেটিং ইন্ডিয়া পাস্ট , প্রেজেন্ট ও ফিউচার

অনুষ্ঠিত হল ন্যাভিগেটিং ইন্ডিয়া পাস্ট , প্রেজেন্ট ও ফিউচার

নিউজ ডেস্ক : কলকাতার তাজ বেঙ্গল হোটেলে ৩১ শে আগস্ট অনুষ্ঠিত হল ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স ইস্ট ইন্ডিয়া কাউন্সিলের উদ্যোগে ও এর কলকাতার প্রেসিডেন্ট আর. কে ছাঝরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল ন্যাভিগেটিং ইন্ডিয়া পাস্ট , প্রেজেন্ট ,ও ফিউচার | এই অনুষ্ঠানে ভারতের অর্থনীতি বিষয়ক বহু বিষয় নিয়ে এদিন আলোচনা করেন অনুষ্ঠানের মুখ্য বক্তা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য ও ইন্ডিয়ান ইকোনমিস্ট সঞ্জীব সান্যাল সাথে আই আই এম পাবলিক পলিসির প্রফেসর ডঃ অদিতি ধুতোরিয়া |

এদিন ভারতবর্ষের অর্থনৈতিক বিষয়ে বিভিন্ন পর্যালোচনার মধ্য দিয়ে ভারতবর্ষের অর্থনৈতিক অগ্রগতি আগামী দিনে আরো কিভাবে বৃদ্ধি করা যাবে সেই বিষয়ে যেমন আলোকপাত হয় তেমনি বর্তমানে বাংলায় যে ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছে সে কথা উঠে আসে আলোচনার মধ্যে থেকে | এদিন উক্ত সভায় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্স ইস্ট ইন্ডিয়া কাউন্সিলের কলকাতার প্রেসিডেন্ট আর . কে ছাঝড় , টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ও গ্রুপের ডিরেক্টর ও সি ই ও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস সহ বিভিন্ন ব্যবসায়ীরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )