১১তম বঙ্গ কৃষ্টি সম্মান 2025

সন্দীপন মান্না : 20 শে জানুয়ারি কলকাতা প্রেস ক্লাবে বিশাল আরম্ভরে অনুষ্ঠিত হয়ে গেল ১১তম বঙ্গ কৃতি সম্মান-২০২৫। রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার এ্যাশোসিয়েশন, গ্ল্যামার গ্লো ফ্যাশান ও অলক ফাউন্ডেশানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সুনীল ধারার সুমধুর কন্ঠে গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

উক্ত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি গায়ক ও অভিনেতা সুনীল ধারা, বিশেষ অতিথি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার SC/ST/& OBC এ্যামপ্লয়িজ কাউন্সিলের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাস, সংস্থার চেয়ারম্যান সুভাস চক্রবর্তী, সভাপতি দেবযানী ঘোষ, সহঃ সভাপতি সঞ্জয় তাওয়ার, সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহঃ সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। শুরুতে সংস্থার পক্ষ থেকে এ বছরের ক্যালেন্ডার প্রকাশিত হয়। তারপর মূল অনুষ্ঠান সম্মান প্রদান শুরু হয়। এবারে মোট বারো জনকে সম্মানিত করা হয়।

তারা হলেন যথাক্রমে দেবযানী ঘোষ , দেবকুমার দে, সুনীল ধারা; মৌসুমী বর্ধন, আনন্দ বিশ্বাস, সংগীতা দাস, গোপাল দেবনাথ, মালবি বসু দাস, শাইলো দে বিশ্বাস, রাজদীপ দাস, অরূপ গুহ, সন্দ্বীপ পাল।তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবব্রত রায় চৌধুরী, দেবশ্রী মুখার্জী , রিয়া দাস, আকাশ চ্যাটার্জী , প্রতাপ দাসগুপ্ত, সম্রাট বাসু সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সহযোগীতায় সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )