হিনা কৌসরের উদ্যোগে পালিত হল নারী শক্তি সম্মান 2024

নিউজ ডেস্ক : ১৭ ই মার্চ সল্টলেকের এক নামী হোটেলের ব্যাংকুয়েটে পিঙ্ক রোজেস এন্টারটেইনমেন্টের কর্ণধার মিসেস এশিয়া , international model , actress, social activist হেনা কৌসরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালনে হোলির প্রাক্কালে ও ভারতীয় সংস্কৃতির প্রসারে নারী শক্তি সম্মান ও ব্রাইড – গ্রুম রানওয়ে 2024 অনুষ্ঠিত হল |

এদিন মঞ্চ থেকে অনেক রকম প্রতিবন্ধকতা থাকা সত্বেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীদের নারী শক্তি সম্মানে ভূষিত করা হয়। উক্ত অনুষ্ঠানে সামাজিকভাবে পিছিয়ে পড়া কিন্তু ট্যালেন্টেড এরকম ব্যক্তিত্বদের সাথে প্রতিষ্ঠিত মডেলদের ব্রাইডাল লুকে র‍্যাম্প ওয়াক করতে দেখা গেল।

হেনা কৌসরের মতে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী বা শারীরিক বিশেষভাবে সক্ষম ব্যক্তিত্বদের সমাজের মূল স্রোতে প্ল্যাটফর্ম করে দিতেই তার এই প্রয়াস | সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপার মডেল সপ্তমী ব্যানার্জী ও সহযোগীতায় ছিলেন মডেল রাজ রশ্মি , সুজিত ঘরাই সহ অন্যান্যরা |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )