হাওড়া স্টেশন চত্বরে নতুন রেস্তরাঁ

হাওড়া স্টেশন চত্বরে নতুন রেস্তরাঁ


নিউজ ডেস্ক : সম্প্রতি হাওড়া স্টেশন সংলগ্ন গঙ্গার ধারে বাপু উদ্যানে চালু হল নতুন রেস্তোরাঁ | বন্দে ভারত ট্রেনের কামরার আদলে এই রেস্তরাঁ তৈরি করতে ব্যবহার করা হয়েছে রেলের পুরনো একটি কামরা। রেস্তরাঁটির নাম রাখা হয়েছে, ‘রেল কোচ রেস্টুরেন্ট’।

গঙ্গার হাওয়া খেতে খেতে, মনোরম পরিবেশে, বিভিন্ন রসনার স্বাদ দুজনে বা সপরিবারে চলে আসতেই পারেন। চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর, কন্টিনেন্টাল, সব ধরনের ডিস পাওয়া যাবে এই রেস্তরাঁয়। দামও আয়ত্বের মধ্যে, পাওয়া যাবে বিশেষ ছাড়ও। রেস্তরাঁটির উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার, অমর প্রকাশ দ্বিবেদী, সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, শান্তনু ঠাকুর।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )