
হলুদ শাড়ি খোঁপায় ফুল কার্নিভালে নাচের তালে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য
নিউজ ডেস্ক : খোপায় ফুল আর পরনে হলুদ শাড়ি গোলাপি পাড়ে কলকাতার পূজো কার্নিভালে হাতে পুষ্পপত্র নিয়ে নাচের তালে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য ৷


২৭ শে অক্টোবর শুক্রবার রেড রোডের কার্নিভালে স্থান পেয়েছে হিন্দুস্তান ক্লাবের প্রতিমা ৷ গড়িয়া হাটের হিন্দুস্তান ক্লাবের পূজো এখন অনেকের কাছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্যের পূজো বলে পরিচিতি পায় ৷ এবার সেই পূজোর শোভাযাত্রায় দেখা গেল মন্ত্রী কে আলাদা রূপে ৷ একদিকে মন্ত্রী চন্দ্রিমা করছেন নাচ অন্যদিকে মঞ্চে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷


CATEGORIES অন্যান্য