স্বাস্থ্য সেবায় সরস্বতী পূজো

স্বাস্থ্য সেবায় সরস্বতী পূজো

দেবশ্রী মুখার্জী : দমদমের আমবাগান ইয়ূথ অ্যাসোসিয়েশনের বাগদেবীর আরধনা এ বছর পঞ্চম তম বর্ষে পদার্পণ করল | ১৫ই ফেব্রুয়ারি মন্ডপ প্রাঙ্গনে এলাকাবাসীর উদ্দেশ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলো আমবাগান ইয়ূথ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড.: নরেন্দ্র সিংহ ও ক্লাবের অন্যান্য সদস্যরা | এই দিন ক্যাম্পে রেনডম সুগার টেস্ট , CBC , ফেরটিন টেস্ট , ইউরিক অ্যাসিড , নিউরোপ্যাথি , রেটিনোপ্যাথি , নেফরোপ্যাথি ইত্যাদি বিবিধ টেস্ট ফ্রি তে করানো হয় | এদিন প্রায় ২০০ এর বেশি মানুষ ক্যাম্প থেকে পরিষেবা পায় |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )