স্বাস্থ্যসাথী কার্ড থেকেও হাসপাতাল চাইছে টাকা এমনটাই অভিযোগ

স্বাস্থ্যসাথী কার্ড থেকেও হাসপাতাল চাইছে টাকা এমনটাই অভিযোগ

দেবশ্রী মুখার্জী : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর স্বাস্থ্যের সুরক্ষায় এনেছেন ‘স্বাস্থ্য সাথী কার্ড’ ৷যাতে রাজ্যবাসী বিনামূল্যে এই কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করাতে পারবে ৷ কিন্তু সেই স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও হাসপাতাল নিচ্ছে না সেই কার্ড | হাসপাতাল থেকে রোগীর পরিবারের কাছ থেকে চাওয়া হচ্ছে টাকা , এবার এমনটাই উঠল অভিযোগ | অভিযোগকারী রোগীর পরিবার থেকে জানানো হয় গড়িয়াহাটের ফান রোডের বাসিন্দা ৩৬ বৎসর বয়সী আয়ুষ্মান ব্যানার্জি গত ২৫ শে নভেম্বর শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে কলকাতায় রুবি জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরবর্তীকালে হাসপাতাল থেকে ৫ই ডিসেম্বর 2023 ডিসচার্জ ডেট দিলে রোগীর পরিবারকে ৫ লক্ষ টাকার বিল মেটাতে বলা হয় ৷রোগীর স্ত্রী অরিজিতা ব্যানার্জি হাসপাতলে রাজ্য সরকার কর্তৃক স্বাস্থ্য সুরক্ষায় দেওয়া স্বাস্থ্য সাথী কার্ড দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে ও ৫ লক্ষ টাকার বিল মিটিয়ে রোগীকে নিয়ে যেতে বলে ৷ এমতো অবস্থায় রোগীর পরিবার সেই টাকা না দিতে পারলে রোগী আয়ুষ্মান ব্যানার্জিকে ডিসচার্জ না দিয়ে এখনও (১১ ই ডিসেম্বর ) পর্যন্ত হাসপাতালেই রেখে দেওয়া হয় ৷

রোগীর স্ত্রী অরিজিতা ব্যানার্জি এরূপ ঘটনা জনসমক্ষে আনতে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে পদ্মশ্রী নোমিনেটেড কলকাতা হাইকোর্টের আইনজীবী মিতা ব্যানার্জির দ্বারস্থ হন ৷ আইনজীবী জানান , তিনি যথাসম্ভব চেষ্টা করবেন মানুষের অসুস্থতাকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আইনি লড়াই করতে ও সেই সঙ্গে তিনি এরূপ হেনস্থার যারা স্বীকার হয়েছেন তাদেরও আইনি লড়াই লড়ার পরামর্শ দেন ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )