স্পোর্টস হকি একাডেমি অফ খালসায় নবরূপে সজ্জিত টার্ফের উদ্বোধন
সন্দীপন মান্না : ২৮ শে জুলাই স্পোর্টস হকি একাডেমি অফ খালসায় নবরূপে সজ্জিত ট্রার্ফের শুভ উদ্বোধন হল | বাংলা ও দেশকে স্বনামধন্য হকি প্লেয়ার দিয়ে আসছে এই ক্রীড়া সংস্থা বহু সময় ধরেই | এবার গুরদোয়ারা বড়া শিখ সঙ্ঘতের পক্ষ থেকে ভবানীপুরে খালসা হাই স্কুল ও খালসা গার্লস হাই স্কুলের সহযোগীতায় স্পোর্টস হকি অ্যাকাডেমিত ইন্টারন্যাশনাল হকি সার্টিফাইড অ্যাস্ট্রো ট্রাফের টাইগার ট্রাফ নবরূপে সুসজ্জিত করা হলো ও অনুষ্ঠানিক ভাবে তার উদ্বোধন ও হল |

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হকি প্লেয়ার অলিম্পিক গোল্ড মেডেলিস্ট সদ্দার গুরুবক্স সিং, ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার ও রাজনৈতিক নেতৃত্ব মনোজ তিওয়ারি, এম এম আই সি দেবাশীষ কুমার , বিধায়ক ডঃ নির্মল মাঝি , গুরদোয়ারা বড়া শিখ সঙ্ঘের প্রেসিডেন্ট গুরমিত সিং সহ অন্যান্যরা |


CATEGORIES ক্রীড়া