সাত সুরে সাধনা

সাত সুরে সাধনা

দেবশ্রী মুখার্জী : ১৬ ই নভেম্বর কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে শুরু হল বাংলা সংগীতের প্রচারে মিউজিক্যাল ট্যালেন্ট শো সাত সুরে সাধনা | কেয়ার ইউ বিউটি ক্লিনিকের কর্ণধর ও এই মিউজিক্যাল ট্যালেন্ট হান্টের আয়োজক কাবেরী সাহার তত্ত্বাবধানে আয়োজিত ও কমল কর ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হওয়া এই শো এর মোড়ক উন্মোচন পর্বে কাবেরী সাহা ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় , সংগীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় , অভিনেত্রী তনিমা সেন , পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম আধিকারিক অনুপম হালদার সহ অন্যান্যরা |

এদিন বাংলার সংস্কৃতির প্রসারে কীর্তন , লোকগান , রবীন্দ্র ও নজরুল গীতির ওপর প্রাধান্য দেওয়া এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় বহু প্রতিযোগী নাচে , গানে অংশগ্রহণ করে। এর সাথে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের কমল করের স্মরণে বঙ্গকমল সম্মান প্রদান করা হয় | যেখানে সম্মানিত হলেন সংগীত শিল্পী রাখী দত্ত , শিক্ষাবিদ অঙ্কুর রায় , ছাড়াও জ্যোতিষবিদ ও অন্যান্য ক্ষেত্র থেকেও পুরস্কৃত করা হয় | এই অনুষ্ঠান ধারাবাহিক ভাবে জনপ্রিয় চ্যানেল কালার্স বাংলায় প্রচারিত হবে ও অনুষ্ঠানে ঊঠে আসা সেরা প্রতিযোগীদের জন্য থাকছে পুরষ্কার ও আগামী দিনে আরও বড় প্ল্যাটফর্ম |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )