
সরস্বতী পূজোয় ভোগ বিতরনে নর – নারায়ণ সেবা
দেবশ্রী মুখার্জী : রাজ্য জুড়ে চলছে বাগ দেবীর আরাধনা | বড়বাজারের ন্যাশনাল ইয়ং সোসাইটির পূজো এবার ৫৭ তম বর্ষে পদার্পণ করল | ক্লাবের চেয়ারম্যান রাজেশ শুক্লা ও ভাইস চেয়ারম্যান নিশা শুক্লার উদ্যোগে আয়োজিত এই পুজোর ১৩ই ফেব্রুয়ারি উদ্বোধনের পর থেকেই বহু সমাজিক কর্মসূচী পালিত হচ্ছে এই মন্ডপ থেকে | ১৬ ই ফেব্রুয়ারি মন্ডপ থেকে সামাজিক দায়বদ্ধতায় বহু মানুষকে কম্বল , শাড়ি ব্যাগ ,ইত্যাদি বিতরণ করার সাথে নর নারায়ন সেবায় লুচি , ক্ষীর , সবজি ইত্যাদি ভোগ প্রায় হাজারের বেশি মানুষের মধ্যে বিতরন করা হয়।


CATEGORIES সোস্যাল