সপ্তম সমাজ কল্যাণ রত্ন সম্মান

সপ্তম সমাজ কল্যাণ রত্ন সম্মান

সন্দীপন মান্না : ৩০ শে মার্চ কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হল সপ্তম সমাজ কল্যাণ রত্ন সম্মান 2024 | রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার আ্যশোসিয়েশনের পরিচালনায় ও অলোক ফাউন্ডেশনের সহযোগীতায় অনুষ্ঠিত হল এই সম্মান প্রদান অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দেবমাল্য বার্নার্জী, অরুনিমা দে, সুভাষ চক্রবর্তী, সংস্থার সভাপতি দেবযানী ঘোষ, সহ-সভাপতি সঞ্জয় তাওয়ার, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন সহ অন্যান্যরা |


এদিন সংস্থা থেকে মোট নয় জনকে সমাজকল্যাণ রত্ন সম্মান প্রদান করা হল। এদের মধ্যে চার জন স্বর্ণপদক প্রাপকরা হলেন গোপাল চৌধুরী (বুবুন), দেবযানী ঘোষ, শুভ্রা নায়েক ও আলি আশরর মিঞা (জালাল মিঞা)। এছাড়া আরো পাচ জনকে ট্রফি প্রদান করা হয়। ট্রফি প্রাপকেরা হলেন জ্যোতিষ সম্রাট দেবমাল্য ব্যানার্জী, হাটুবাবা, অন্তরা চক্রবর্তী, শ্রীলেখা চ্যাটার্জী ও পার্থ সারথি রায় |সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )