সপ্তম বর্ষে দমদম উৎসব

সপ্তম বর্ষে দমদম উৎসব

দেবশ্রী মুখার্জী : দমদমের লিচু বাগানে অনুষ্ঠিত হচ্ছে দমদম উৎসব 2024 l রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপেরনায় , বিধায়ক ব্রাত্য বসুর পরিকল্পনায় ও দমদম পৌরসভার পরিচালনায় ৭ বছরে পা রাখল এই দমদম উৎসব | যা শুরু হয়েছে গত ২রা জানুয়ারী থেকে ও চলবে আগামী ৯ই জানুয়ারী পর্যন্ত ৷ কাবাব , মোমো থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিঠে , পুলি , পাটিসাপটা ইত্যাদি অনেক ধরনের খাবারের স্টলের সাথে বিভিন্ন প্রসাধনী সামগ্রী , ব্যাগ , শীতবস্ত্র অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে ৷ এর সাথে থাকছে প্রত্যহ বাংলার খ্যাতনাম শিল্পীদের সাথে বলিউড শিল্পীদেরও সাংস্কৃতিক অনুষ্ঠান ও এলকাবাসীর জন্য থাকছে বিভিন্ন আকর্ষর্ণীয় প্রতিযোগীতা | দমদম উৎসবের দ্বিতীয় দিনে অর্থাৎ ৩ রা জানুযারীর সন্ধ্যায় শীত কে উপেক্ষা করে উৎসবে মেতে উঠতে মানুষের ভিড় যেমন ছিল তেমনি এদিন উৎসব প্রাঙ্গনে অনুষ্ঠানের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন দমদম পৌরসভার পৌরপ্রধান হরেন্দ্র সিং , উপ পৌরপ্রধান বরুন নট্ট , উৎসবের কনভেনর রবিন কুমার দেরিয়া , কাউন্সিলার সুমিত চ্যাটার্জী সহ অন্যন্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )