
সকলকে সম্মান জানিয়ে বিজয়া সম্মিলনী পালন করলেন মন্ত্রী শশী পাঁজা

সন্দীপন মান্না : ৩ রা নভেম্বর রাজ্যের মন্ত্রী ও শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডঃ শশী পাঁজা উক্ত বিধানসভার কাউন্সিলার , ছাত্র পরিষদের সদস্য ও সাংবাদিকদের উপস্থিতিতে তাদের সম্মান জানিয়ে আলাপচারিতার মধ্যদিয়ে বিজয়া সম্মেলনী পালন করলেন শোভাবাজারের নাট মন্দিরে ৷ এদিন মন্ত্রী ও বিধায়ক শশী পাঁজা ছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলার পূজা পাঁজা , বিজয় উপাধ্যায়, রবিন চ্যাটার্জী , তারকনাথ চ্যাটার্জী , অজয় ভট্টাচার্য্য , মোহোন কুমার গুপ্তা, মিতালী সাহা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ৷


CATEGORIES অন্যান্য