শ্রী রাম রাজ্য গড়তে অখন্ড ভারতীয় সনাতনী সঙ্ঘের সভা
সন্দীপন মান্না : অখণ্ড ভারতীয় সনাতনী সংঘ এর উদ্যোগে বঙ্গে রাজা রামচন্দের পুজোর ইতিবৃত্তি ও রামায়ণ চর্চায় ৮ ই মে এক সভা আয়োজিত হলো বৌ বাজারের ভারত সভা হল।

উক্ত সঙ্ঘের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিতা ব্যানার্জী, রাষ্ট্রীয় সভাপতি অ্যাডভোকেট বরুন রায়ের তত্তাবধানে আয়োজিত এই সভা থেকে সঙ্ঘের নীতি তুলে ধরা হয় |

তাতে জানানো হয়এই সঙ্ঘের উদ্দেশ্য হল সনাতনী ধর্মকে প্রাধান্য দিয়ে ভগবান রামের জীবনযাত্রায় অনুপ্রাণিত হয়ে বর্তমান সমাজ কে নবরূপে নির্মাণে পরিবর্তনের পথ পদর্শন করা । যাতে এমন সমাজের নির্মিত করা যেখানে নারী সম্মান অক্ষুন্ন থাকবে ও সামাজে সবার সম্মান ও অধিকার সমান থাকবে |

এদিন সভায় মঞ্চে এমনই বক্তব্য রাখেন সঙ্ঘের সদস্য ও উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিরা। এদিন সভায় বিশিষ্ট ব্যাক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন দিল্লী থেকে আগত নভীন কুমার জিন্দাল, শ্রীমত নির্গুনা নন্দ ব্রহ্মচারী, ড : স্বপন ঠাকুর, জগদ্ধাত্রী দাস, রবি কিঙ্কর ঘোষ সহ সঙ্ঘের পক্ষ থেকে রাজ্য সভাপতি সুবীর সাহা, কোষাধক্ষ সুবীর হাজরা সহ অন্যানরা।
