শুভ উদ্বোধন হল প্রি- স্কুল ‘ KIDZEE’ এর কলকাতা ট্যাংরায়

শুভ উদ্বোধন হল প্রি- স্কুল ‘ KIDZEE’ এর কলকাতা ট্যাংরায়

সন্দীপন মান্না : ২৩ শে মার্চ কলকাতার ট্যাংরায় রাধানাথ চৌধুরী রোডের একতা অলিএন্ডারের বিপরীতে শুভ উদ্বোধন হল এলাকার ছোটদের শিক্ষার প্রসারে প্রি – স্কুল কিডজি | প্রি -স্কুল থেকে আপার কেজি পযন্ত ক্লাস রয়েছে এই স্কুলে । এর সাথে রয়েছে বাচ্চাদের খেলার আলাদা জায়গাও |

কিডজি ট্যাংরা স্কুলের কর্ণধার ও এই স্কুলের প্রিন্সিপাল দেবলীনা মিত্রর বিশেষ প্রচেষ্টায় গড়ে ওঠা এই স্কুলে ছোট বাচ্চাদের পার্সোনাল ডেভলেপমেন্ট , তাদের মেন্টাল হেলথ গ্রোথ, বাচ্চাদের কমিউনিকেশনের উন্নতি সাধন ইত্যাদি বিবিধ বিষয়গুলির ওপর নজর দেওয়া হবে এখানে যাতে আগামী দিনে তারা সহজেই ভালো স্কুলে সুযোগ পেতে পারে । এই স্কুল চলবে সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ।। এই দিন ফিতা কেটে স্কুলের শুভ উদ্বোধন করেন – স্কুলের কর্নধার দেবলীনা মিত্র সহ প্রধান অতিথি রূপে উপস্থিত বিধায়ক স্বর্ণকমল সাহা , মেয়র পারিষদ সদস্য সন্দীপন সাহা , অভিনেত্রী রুনা বন্দোপাধ্যায় , জি লার্নের রিজিওনাল হেড আকাশ চ্যাটার্জী , এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হলেন স্কুলের কো- অর্ডিনেটর অনিন্দিতা ঘোষ চক্রবর্তী, শিক্ষিকা পৌলমী নাথ নায়ক, সুজন মিত্র সহ অন্যান বিশিষ্ঠ ব্যক্তিবর্গরা । ইতিমধ্যেই স্কুলে ভর্তির পক্রিয়া শুরু হয়েছে |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )