শিক্ষার্থীদের সুবিধার্থে হাবড়া হিন্দি হাই স্কুলে হল আই চেক আপ ক্যাম্প

শিক্ষার্থীদের সুবিধার্থে হাবড়া হিন্দি হাই স্কুলে হল আই চেক আপ ক্যাম্প

দেবশ্রী মুখার্জী : লাওন্স ক্লাব অফ কলকাতা আকাঙ্খা ডিসট্রিক 322B1 ও তেজস্বিনী মহেশ্বরী মহিলা সমিতি উত্তর হাবড়ার সহযোগীতায় ২৩ শে সেপ্টেম্বর আয়োজিত হল হাওড়া সালকিয়ার হাবড়া হিন্দী হাই স্কুলের ছাত্রদের সুবিধার্থে বিনামূল্যে আই চেক আপ ক্যাম্প ৷ এদিন শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ওফ কলকাতা আকাঙ্ক্ষার প্রেসিডেন্ট নিশা লাড্ডা ৷ কমলেশ গুপ্তা, বর্ষা মুন্দ্রা, সঞ্জয় লাড্ডা , অশোক জাসওয়াল৷ এছাড়াও উপস্থিত ছিলেন তেজস্বিনী মহেশ্বরী মহিলা সমিতি উত্তর হাবড়ার প্রেসিডেন্ট যমুনা হেডা , সেক্রেটারি স্বরোজ ঝাওয়ার , ট্রেজারার সুলচনা মুন্দ্রা সহ অন্যান্য সদস্যরা ৷ এদিন ৩০০ এর বেশি শিক্ষার্থীদের সংস্থার পক্ষ থেকে পরিষেবা দেওয়া হয় ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )