
শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা
নিউজ ডেস্ক : ২৩ শে ডিসেম্বর কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হল পঞ্চম তম যাত্রাপথ মিউজিক ফেস্টিভ্যাল ৷ যাত্রাপথ কালচারাল সোসাইটি শাস্ত্রীয় সংগীতের ধারক ও বাহক রূপে বহু সময় ধরেই কাজ করে চলেছে ৷ প্রয়াত সঙ্গীতাচার্য্য পণ্ডিত শ্যামল চটোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে যাত্রাপথ কালচারাল সোসাইটির পক্ষ থেকে ও সংস্থার কর্ণধার বিশিষ্ট সেতার বাদক অভিরূপ ঘোষের বিশেষ উদ্যোগে শাস্ত্রীয় সংগীতের প্রসারে আয়েজিত এই অনুষ্ঠানে সংস্থার ক্ষুদে থেকে বড় সকল ছাত্র ছাত্রীদের সাথে শিল্পী অভিরূপ ঘোষ নিজেও অংশ গ্রহন করে ৷ এই অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ হয় অতিথি শিল্পী রূপে উপস্থিত মোহনবিনা বাদক শিল্পী পদ্মভূষণ বিশ্বমোহন ভাট , তবলা বাদক শিল্পী পন্ডিত তন্ময় বোস , সেতার বাদক শিল্পী পন্ডিত সুশান্ত চৌধুরীর ও অন্যান্যদের শ্রোতা মুগ্ধ করা পারফরমেন্স | সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌম্যদিত্য মুখার্জী ও ব্যবস্থাপনায় ছিলেন বিদূষী মিতা নাগ সহ সংস্থার অন্যান্য সদস্যরা ৷
