লোকসভার আগেই লাগু CAA

লোকসভার আগেই লাগু CAA

সংবাদদাতা:- লোকসভা নির্বাচনের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-র ধারা তৈরি হয়ে যাবে বলে দাবি করল নরেন্দ্র মোদি সরকার। এক বার ধারা তৈরি হয়ে গেলে ধর্মীয় উত্‍পীড়নের কারণে প্রতিবেশী দেশ থেকে পালিয়ে আসা ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করে দেওয়া যাবে বলেও দাবি করছেন স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা।যদিও তৃণমূল নেতৃত্বের মতে, এটা আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখে বাংলায় মতুয়া সমাজের ভোট টানার কৌশল ছাড়া কিছু নয়। তবে লোকসভা নির্বাচনের আগে এই সিএএ ইস্যু নতুন করে উত্তেজনা তৈরি করবে বলেই মত বিশেষজ্ঞদের।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )