
লাওন্স ক্লাব অফ আকাঙ্খার উদ্যোগে সামাজিক কর্মসূচীতে শিক্ষক দিবস পালন
নিউজ ডেক্স : ৫ই সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হয় শিক্ষক দিবস ৷ এই শিক্ষক দিবস উদযাপনে ৪ঠা সেপ্টেম্বর লাওন্স ক্লাব অফ কলকাতা আকাঙ্ক্ষা ডিস্ট্রিক্ট 322B1 এর পক্ষ থেকে ও এই সংস্থার প্রেসিডেন্ট নিশা লড্ডার বিশেষ উদ্যোগে কলকাতার দেহি এন্টালি রোডের হিন্দি মিডিয়াম স্কুল শ্রী গান্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষার সাথে শিক্ষক-শিক্ষিকাদের সম্মান প্রদান ও ছাত্র-ছাত্রীদের মধ্যাহ্ন ভোজের এক বিশেষ কর্মসূচি পালন করা হলো ৷এদিন ছাত্র-ছাত্রীদের মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে বিশেষভাবে সহযোগিতা করেন লাওন্স সদস্যা রাজ রানী কাবড়া ও সঙ্গীতা আগারওয়াল ৷ এছাড়াও ঐ দিন উপস্থিত ছিলেন লাওন্স সদস্যদের মধ্যে কমলেশ গুপ্তা, সঞ্জয় লাড্ডা, বিনা কাবড়া , মধু বালাসারিয়া, স্কুলের প্রিন্সিপাল অলোক সিং সহ অন্যান্যরা ৷
CATEGORIES সোস্যাল