
রিলিজ হল ‘গানের দেবী লতা মঙ্গেশকর’
সন্দীপন মান্না : ১৬ ই অক্টোবর কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হল গানের অ্যালবাম ‘গানের দেবী লতা মঙ্গেশকর’ | শ্রদ্ধা মিউজিকের নিবেদনে পূজোর আগে সুরসম্রাজ্ঞী প্রয়াত লতা মঙ্গেশকর কে শ্রদ্ধার্ঘ নিবেদনে বাবুল বোসের কথা ও সুরে সঙ্গীত শিল্পী সাধনা সরগমের কন্ঠে রিলিজ হল শ্রদ্ধা মিউজিকের ইউটিডব চ্যানেলে অডিও ও ভিডিও সং গানের দেবী লতা মঙ্গেশকর এই অ্যালব্যামের প্রথম গান ও অন্যান্য শিল্পীদের গাওয়া বাকি চারটি গানের অডিও | এদিন বিশিষ্ট ব্যত্তিত্ব দের মধ্যে উপস্থিত ছিলেন MLA ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্ত্তী , বাবুল বোস , কাজল সুপ্রিয় সহ অন্যান্যরা ৷



CATEGORIES বিনোদন