
রিভ স্পোর্টস আয়োজিত নারী ও পুরুষ উভয়দের জন্য ফুটবল কার্নিভাল
নিউজ ডেস্ক : বাঙালির প্রিয় খেলা ফুটবল ৷আর শীত পড়তে না পড়তে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট ৷ রেভ স্পোর্টস তাদের সিজন -2 মেগা ফুটবল কার্নিভালের আয়োজন করল যেখানে ছেলেও মেয়ে উভয়েরই চব্বিশটি টিম অংশগ্রহণ করবে কলকাতা ও বিভিন্ন জেলার থেকে ৷

আগামী ২৫ শে নভেম্বর থেকে এই ফুটবল কার্নিভাল শুরু হয়ে চলবে ২৩ শে ডিসেম্বর পর্যন্ত ৷ আগামী দিনে সাতঘরা বিবেকানন্দ স্পোর্টিং গ্রাউন্ড, হিন্দমোটর কোতরং , তেঘরিয়া অর্জুনপুর ইত্যাদি বিভিন্ন জায়গায় খেলা হবে এমনটাই জানিয়ে ২৩ শে নভেম্বর কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করলেন রেড স্পোর্টস অর্গানাইজেশনের সদস্যদের সাথে জামশেদ নাসির, মেহতাব হোসেন, নাসির আহমেদ সহ অন্যান্যরা ৷

CATEGORIES ক্রীড়া