
রাজ্য বিজেপি অফিসের সামনে শিখদের বিক্ষোভ
নিউজ ডেস্ক : রাজ্য জুড়ে প্রতিবাদ মুখর হয়েছে শিখেরা | গত ২০ শে ফেব্রুয়ারি থেকে শুরু হয় রাজ্যে বসবাসকারী শিখদের অবস্থান বিক্ষোভ রাজ্য BJP office এর সামনে | সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিউটিতে থাকা শিখ IPS অফিসার কে খালিস্তানি বললে তারই জেরে প্রতিবাদে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকে শিখেরা | ২০ শে ফেব্রুয়ারি থেকে শুরু করে পঞ্চম দিনে অর্থাৎ ২৫ শে ফেব্রুয়ারিও রাজ্য বিজেপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করতে দেখা গেল শিখদের | এদের দাবি অবিলম্বে নিঃশর্ত ভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে ক্ষমা চাইতে হবে ও তাকে BJP থেকে বহিষ্কার করতে হবে |


CATEGORIES রাজনীতি