
রাজ্যবাসী সাক্ষী হল লক্ষ কণ্ঠে গীতাপাঠের
নিউজ ডেস্ক : গত ২৪ শে ডিসেম্বর বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে সাজো সাজো রবে অনুষ্ঠিত হল লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠান ৷ অরাজনৈতিক এই অনুষ্ঠান বলে বিজেপি নেতারা দাবি করলেও রাজ্যে শাসকদল এই কথা মানতে নারাজ।লক্ষ কন্ঠে গীতা পাঠ রাজ্য বিজেপির কাছে এক অন্যতম বড় কর্মসূচি বলে মনে করছেন অনেকেই ৷ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দানের কথা থাকলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কলকাতা সফর বাতিল করেন। তাঁর তরফ থেকে বার্তা এসে পোঁছায় ব্রিগেডে। ব্রিগেডের একটা অংশ সাধু-সন্তদের ও সাধারণ মানুষ উপস্থিত ছিল চোখে পড়ার মত ৷সনাতনী হিন্দুদের জন্য এই গীতা পাঠের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল ৷ এক লক্ষ কন্ঠে গীতা ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ২০ টি ব্লক তৈরি করা হয়েছিল ৷ প্রত্যেকটি ব্লকে পাঁচ হাজার করে মানুষ বসেন ৷ সাধারণ মানুষের কন্ঠে গীতা পাঠ ধ্বনিত হয় এই অনুষ্ঠানের সূচনা শঙ্করাচার্য এর দ্বারা হওয়ার পর।

বিজেপির তাবর নেতারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন ৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার সহ অন্যান্যরা হাজির ছিলেন । তাঁরা কেউ এই মঞ্চকে রাজনৈতিক বলে দাবি করেননি ৷বেলা ১১টায় এই অনুষ্ঠান শুরু হয় ২০ হাজার শঙ্খধ্বনিতে। এরপর সমবেত কণ্ঠে কাজি নজরুল ইসলামের লেখা ‘হে পার্থসারথি, বাজাও বাজাও পঞ্চ শঙ্খ’ গানটি গাওয়া হয়। গীতার পাঁচটি অধ্যায়কে বেছে নেওয়া হয় পাঠের জন্য।