
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রকাশ্যে আনলেন তার শারিরীক উদ্বেগের কথা
নিউজ ডেক্স : ২৮ শে আগস্ট সোমবার তৃনমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় অনুষ্ঠিত হওয়া সভায় প্রায় সত্তর ছুঁই ছুঁই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ভাষণ দিতে গিয়ে জানান , ইদানিং তার চোখের সমস্যা হয়েছে তবু সময় পাচ্ছেন না তা দেখানোর ৷তার শরীর জীর্ণ তবুও তিনি লড়াই করছেন ৷

সেই সাথে ছাত্র নেত্রী হিসেবে তার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মঞ্চ থেকে ৷ এরপর তিনি এও জানান আগে লড়াই করেছিলেন সিপিএমকে সরাতে এখন লড়াই করবেন বিজেপিকে সরাবার ৷
CATEGORIES রাজনীতি