মুখ্যমন্ত্রীর ঘোষনায় দূর্গাপূজায় ক্লাবগুলির ৭০ হাজার অনুদানে রাজ্যকে কটাক্ষ বিচারপতির

মুখ্যমন্ত্রীর ঘোষনায় দূর্গাপূজায় ক্লাবগুলির ৭০ হাজার অনুদানে রাজ্যকে কটাক্ষ বিচারপতির

দেবশ্রী মুখার্জি : দূর্গা পূজো বাঙালির সবচেয়ে বড় উৎসব | রাজ্যজুড়ে বিভিন্ন ক্লাব, সংগঠন মেতে ওঠে এই দুর্গাপুজোয় ৷ গত বছর পূজো কমিটি গুলোকে ৬০ হাজার টাকা অনুদান দিয়েছিল রাজ্য সরকার৷ এবছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান ১০ হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার টাকা ঘোষণা করেন ৷ এর পাশাপাশি তিনি জানান বিদ্যুতের জন্য আগে দুই- তৃতীয়াংশ বিল দিতে হতো তবে এবার থেকে – চতুর্থাংশ বিল দিতে হবে ৷ রাজ্য সরকারের এই ঘোষণা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা৷ তিনি তমলুকের দুর্গাপূজার অনুমতি সংক্রান্ত এক মামলায় মন্তব্য করেন যে যেখানে মানুষ পেনশন পাচ্ছে না, বেতন পাচ্ছে , চাকরি পাচ্ছে না এ নিয়ে রোজ মামলা আসছে আর দুর্গা পুজোয় -৭০ হাজার !


সম্প্রতি পূজার অনুদান নিয়ে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে ৷অতীতে রাজ্যের পুজো কমিটি গুলিকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেন সৌরভ দত্ত ৷এবারও ৭০ হাজার কে কেন্দ্র করে তিনি আদালতের দারস্ত হন ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )