মার্কেটে এল স্বল্পমূল্যে হিন্দুস্তানী – পি এর নবাবী নমকিন

নিউজ ডেস্ক : ৭ই সেপ্টেম্বর কলকাতা প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হল হিন্দুস্তানী পি নবাবী নামকিন এর ৪টি ফ্লেভারের মুখোরোচক নমকিন এর প্যাকেট ৷ বাংলার নদীয়াতেই তৈরী হচ্ছে এই নামকিন ৷ যার প্রধান উদ্যোক্তা আরমান মিয়া ও বাই জীৎ মোল্লা ৷ বর্তমানে ক্রমাগত খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির ফলে সাধারন মানুষের পক্ষে বড় বড় ব্রান্ডের নমকীন বা মুখোরোচক খাবার কেনা প্রায় অসাধ্য হয়ে যাচ্ছে ৷ সেই সকল সাধারন মানুষের কথা ভেবেই স্বল্প মূল্যে মুখোরোচক , সুস্বাদু খাবার তুলে দিতেই মার্কেটে হিন্দুস্তানী পি তাদের মুখোরোচক নামকীন নিয়ে এল ৷ এমনটাই জানালেন সাংবাদিক বৈঠকে উপস্থিত আইনজীবী মোফতখিদুল ইসলাম , বাইজীৎ মোল্লা , আরমান মিয়া সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )