মানব সেবায় জল সেবা ট্রাস্ট

মানব সেবায় জল সেবা ট্রাস্ট

নিউজ ডেস্ক : মানব সেবাই পরম সেবা | এই পথ কে আদর্শ করে জল সেবা ট্রাস্টের কর্নধার দীনেশ খেমকা বহু সময় ধরেই বিভিন্ন জায়গায় পাকা জলছত্র নির্মাণ করাচ্ছেন যাতে পথচলতি মানুষ পরিশ্রুত ঠান্ডা পানীয় পান করতে পারে ৷

১২ ই অক্টোবর কলকাতার ২১ নং ওয়ার্ডে জলসেবা ট্রাস্ট আয়োজিত সত্য কৃতি শাড়ি সহযোগীতায় নতুন পাকা জলছত্রের হল শুভ উদ্বোধন ৷ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা , কাউন্সিলার মীরা হাজরা , সত্যকৃতি শাড়ির কর্নধার শ্যাম সুন্দর ডিডবানিয়া , লাওন্স উত্তম গুপ্তা , দীনেশ খেমকা , সুধীর গারোরিয়া , রঘুনাথ হাজরা , অরিদিপ্ত সিং , প্রীতি দুগ্ধর , দুলার খেমকা , সঙ্গীতা সাহা সহ অন্যান্যরা ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )