মহামায়া সম্মান 2023

মহামায়া সম্মান 2023


দেবশ্রী মুখার্জী : বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজো ৷ কোথাও বিভিন্ন পূজো কমিটির উদ্যোক্তারা তাদের নিজস্ব চিন্তাভাবনার মধ্য দিয়ে মন্ডপ তৈরী করে দূর্গা প্রতিমা পূজো করে বা কোথাও আবাসনে ঘরোয়া রূপে হয় মাতৃবরন | তৃতীয় নয়ন সংবাদ পত্র আয়োজিত শারদ সম্মান ‘ মহামায়া সম্মান 2023’ এর বিচারকদের বিচারে কলকাতার বিভিন্ন সু-সজ্জিত মন্ডপগুলির মধ্যে কিছু মন্ডপ বা আবাসনের পূজোকে বেছে নিয়ে তাদের পূজোকে সম্মান জানিয়ে পূজো কমিটির সদস্যদের হাতে পুরস্কার প্রদান করা হয় পূজোর ষষ্ঠীর দিনে ৷


সম্মানপ্রাপ্ত পূজো গুলির মধ্যে উল্লেখ যোগ্য ; ‘সেরার সেরা প্রতিমা‘ সম্মানে ভূষিত হয় দক্ষিণ দমদমের ঐক্য সমিতির পূজো ৷

তাদের ভাবনা ছিল ‘পুতুলের মেলা’ ৷ তাদের শ্বেত বর্ণিত মাতৃ প্রতিমা বিচারকদের বিচারে পুরষ্কৃত হয় ৷
২. ‘সেরার সেরা মন্ডপ সজ্জা‘ – এই সম্মানে ভূষিত হয় দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া দূর্গা পূজো ও কালিপূজো কমিটির পূজো ৷ তাদের এবারের ভাবনা ছিল ‘ অন্তরালে ‘ | শ্রমিকরা তাদের শ্রমে যে কোন শিল্প কে রূপ দেয় ৷

কিন্তু পরবর্তী কালে শিল্পের কদর হলেও শিল্পীর বিশেষ কদর বা সম্মান হয় না ৷ এই পূজোর উদ্যোক্তারা শ্রমিক দের সম্মান জানাতে তাদের কর্মে ব্যবহৃত অস্ত্র দিয়েই তৈরী করে মন্ডপ ৷ যাতে শ্রমিকদের প্ররিশ্রমের কথা মনে রাখে মানুষ ৷

এই ভাবনায় তৈরী মন্ডপ কে মহামায়া সম্মানের বিচারক মন্ডলী সেরার সেরা মন্ডপ সম্মানে ভূষিত করল ৷
৩. ঘরোয়া পরিবেশে মহিলাদের দ্বারা আয়োজিত পূজো সিদ্ধা টাউন রাজারহাট রেসিডেন্স অ্যাসোসিয়েশন এর পূজো বিচারকদের বিচারে জিতে নিয়েছে ‘সেরার সেরা আবাসন’ এর পূজো সম্মান |


৪: ‘সেরার সেরা পরিবেশ’

এই সম্মানে ভূষিত হল দমদম জে কে গার্ডেন অ্যাসোসিয়েশন অফ অ্যাপার্টমেন্ট ওনার্সদের পূজো ৷ তাদের পূজোর শান্ত পরিবেশ ও নিজেদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন মন জয় করে ‘মহামায়া সম্মান 2023 ‘ এর বিচারক মন্ডলীর ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )