মহানায়ক উত্তম কুমারের ৯৮ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি গৌতম মজুমদার ফ্যান ক্লাবের

মহানায়ক উত্তম কুমারের ৯৮ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি গৌতম মজুমদার ফ্যান ক্লাবের

নববারাকপুর : সমহানায়ক উত্তম কুমারের ৯৮ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানাল নববারাকপুর গৌতম মজুমদার ফ্যান ক্লাব। রবিবার সংগীত শিল্পী গৌতম মজুমদার ফ্যান পরিবারের শুভ জন্মদিনে গৌতম মজুমদার ফ্যান পরিবার ও ফ্যান ক্লাবের যৌথ উদ্যোগে স্হানীয় রামকৃষ্ণ পাঠাগার মঞ্চে বিকেলে অনুষ্ঠিত হল বিরাট সংগীতানুষ্ঠান। শুরুতে প্রদীপ প্রজ্বলন ও কেক কাটা হয়। এরপর এ্যাডমিন ও পরিচালন কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।শিল্পীরা ভিন্ন স্বাদের রবীন্দ্র আধুনিক ফোক মন মাতানো সংগীত পরিবেশন করেন।একক সংগীতে ছিলেন সংগীত শিল্পী রীনা মুখোপাধ্যায়, কানাইলাল খাঁড়া, স্মরিতা ঘোষ, জয়ন্তী বসু, সাধনা সরকার, ইন্দ্রানী সোম, অঞ্জলি গুমটা, তৃপ্তি বন্দ্যোপাধ্যায়, উমা ভৌমিক, মহুয়া দাস, মনীষা বিশ্বাস, বীরেন ভট্টাচার্য, ঋতমা চক্রবর্তী, মলয় ভট্টাচার্য, দিশানী সরকার, শুভাশীষ সাহা, গৌরী দাশগুপ্ত, সীমা সোম, শুভ্রা চক্রবর্তী, গৌতম মজুমদার প্রমুখ।সমবেত সংগীত ছিলেন রবি রাগিনী, শোভনা বিদ্যা কলাকেন্দ্র, মাঙ্গলিক শিল্পী গোষ্ঠী, ঐকতানের শিল্পীবৃন্দ। আবৃত্তি করেন সুপর্ণা ভট্টাচার্য ও নন্দিনী দত্ত।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাচিক শিল্পী অরুণ সেন, কাবেরী সাহা ও সহেলী বন্দ্যোপাধ্যায়। এদিন অংশগ্রহণকারী শিল্পীদের স্মারক ও মেডেল দিয়ে সন্মানিত করা হয় ৷

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )