মধ্যমগ্রাম দোলতলায় জাভেদ হবিবের উপস্থিতিতে শুভ উদ্বোধন হল পশ্চিমবঙ্গের দ্বিতীয় জাভেদ হাবিব একাডেমি

দেবশ্রী মুখার্জী : চুলের পরিচর্চা বা যত্ন কিংবা স্টাইলিং এ বিশ্ব জোড়া নাম প্রসিদ্ধ হেয়ার স্টাইলিস্ট জাভেদ হবিবের | ৩০ শে জানুয়ারি মধ্যমগ্রামের দোলতলায় জাভেদ হাবিব সেলনের সাথে এবার লঞ্চ হল পশ্চিমবঙ্গের দ্বিতীয় ও উত্তর ২৪ পরগনা জেলার প্রথম জাবেদ হাবিব প্রশিক্ষণ কেন্দ্র | এই প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন হয় প্রসিদ্ধ হেয়ার স্টাইলিষ্ট জাভেদ হাবিবের হাত দিয়েই | এরপর তিনি চুলের বিভিন্ন পরিচর্যার বিষয়ে একটি সেমিনারও করান | এদিন সেমিনারের সৌন্দর্য পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ নিতে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে |

মধ্যমগ্রাম দোলতলার জাভেদ হাবিব সেলন এন্ড একাডেমীর কর্ণধার চন্দ্রা দাসের তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষ সেমিনারের জাভেদ হাবিব নিজেই চুলের কেরাটিন ট্রিটমেন্টের সাথে অন্যান্য বিবিধ সমস্যা প্রসঙ্গে আলোচনা করেন ও চুল স্বাস্থ্যজ্বল রাখতে কিছু পরামর্শও দেন | এদিন জাভেদ হাবিব প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধনে একাডেমীর কর্ণধার চন্দ্রা দাস ছাড়াও অন্যান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাকেন্দ্রের প্রবন্ধক দোলন সেনগুপ্ত ,মডেল সোনিয়া নিলাপ সহ অন্যান্যরা | এই প্রশিক্ষণ কেন্দ্রে হিয়ারের সাথে স্কিন সংক্রান্ত বিভিন্ন সমস্যার ট্রিটমেন্ট ও পরিচর্যার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে ও এখান থেকে যারা প্রশিক্ষণ নেবে তাদের কর্মের সুযোগ করে দেওয়া হবে বলে এমনটাই জানানো হয় |

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )