
ভয়ের হিন্দি ছবি ‘ ডায়না ‘ খুব শীঘ্রই আসছে
দেবশ্রী মুখার্জী : খুব শীঘ্রই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রায় এক ঘন্টার স্বল্পদৈর্ঘ্যের হিন্দি ছবি ‘ডায়না’ মুক্তি পেতে চলেছে |একটি মেয়ের শরীরের অশুভ আত্মার প্রভাব কে ঘিরে রোমহর্ষ হরর বা ভয়ের ছবি এই ‘ ডায়না’ | সম্প্রতি এই ছবির শুটিং শেষের পর ১০ ই ফেব্রুয়ারি এক বৈঠকে সাংবাদিক দের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ছবির কলাকুশলীরা | পরিচালক পীযূষ শর্মার চিন্তা ভাবনায় গড়ে ওঠা এই ছবির বেশিরভাগ শুটিং হয়েছে নর্থ বেঙ্গলের পাহাড়ে ঘেরা কালিম্পংয়ে | এই ছবির মুখ্য চরিত্রে অভিনয়ে থাকছে অর্ক দুতি সাউ, নবাগতা অভিনেত্রী সানা চক্রবর্তী সহ অন্যান্যরা | প্রযোজক রাজেশ গুপ্তা ও রোহন ব্যানকার এর প্রযোজনায় নিবেদিত এই ছবি খুব শীঘ্রই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ও আগামী দিনে ‘ডায়না ‘ যে দর্শকদের মনে বিশেষ জায়গা করবে বলে এমনটাই আশা রাখলেন ছবির কলাকুশলীরা এদিনের বৈঠকে |
