
বেলুড় মঠ সারদা পিঠে জগদ্ধাত্রী পূজো
জেলার সংবাদদাতা: চিরাচরিত প্রথা মেনে জগদ্ধাত্রী মাতার পূজা হল বেলুড় মঠে চিরাচরিত রীতি মেনে মহাসমারহে শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতার পূজা শুরু হল বেলুড় মঠ সারদাপীঠে । পূর্বাহ্ন পূজার মাধ্যমে সকাল ৬টা থেকেই শুরু হয় এই পূজা। এরপর ক্রমান্বয়ে মধ্যান্য অপরাহ্নের হবে হোম ও হয় প্রথা অনুযায়ী। ২১ শে নভেম্বর মঙ্গলবার নবমীতেই একসাথে সপ্তমী অষ্টমী ও নবমীর পূজা সারা হয় সাথে হোম আরতি অঞ্জলি। ।দূর দুরান্ত থেকে অগণিত ভক্তের সমাগম হয়েছিল বেলুড় মঠে। ছিল ভোগের আয়োজনও।


CATEGORIES সোস্যাল