
বেঙ্গল ওমেন্স এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড 2025
সন্দীপন মান্না : বিবিধ সমাজিক কর্মসূচির সাথে যুক্ত আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচার ফাউন্ডেশনের পক্ষ থেকে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো বেঙ্গল ওমেন্স এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড | সমাজে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ১০ জন মহিলাদের এদিন সংস্থার পক্ষ থেকে বেঙ্গল ওমেন্স এনকারেজমেন্ট এওয়ার্ড সম্মানে ভূষিত করা হয় |

বর্তমানে নারীরা অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেও আজও নারী নির্যাতন ,ধর্ষণ ও নির্মম হত্যা ইত্যাদি ঘটনার প্রতিফলন দেখা যায় সমাজে এরই প্রতিবাদে ‘ কর্মক্ষেত্রে নারী সুরক্ষার বিয়টিতে আলোক পাত করতে এরূপ ভাবনায় ‘আশ্রয় ‘ স্বেচ্ছাসেবী সংস্থার কর্নধার আইনজীবী শান্তনু সিন্হার বিশেষ উদ্যোগেই আয়োজিত এই অনুষ্ঠান | এহেন উদ্যোগ কে সাধুবাদ জানাতে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যে পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্ত্তী , পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সেন তুলিকা দাস , আই পিএস শান্তি দাস , অ্যাডভোকেট প্রসূন কুমার দত্ত , ভাস্বতী দও ও সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য |

এদিন মঞ্চ থেকে যারা সম্মানিত হলেন তাদের মধ্যে সমাজকর্মী মহাশ্বেতা মুখার্জি, আইনজীবী দেবযানী ঘোষ, সাংবাদিক দেবশ্রী মুখার্জি , অ্যাসিড সারভাইভার ঝুমা সাঁত্রা , গার্গী পোদ্দার , স্বপ্না সাহা, সমতা সাহা কর , সঙ্গীতা মোদক , শিল্পা মুখার্জী সহ অন্যান্যরা | অনুষ্ঠান থেকে শান্তনু সিনহা বক্তব্য রাখতে জানান , ৫০ তম বর্ষে আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করলেও কোথাও আমরা আজও সমাজে নারী সুরক্ষা প্রদানে কিছুটা হলেও পিছিয়ে | তিনি তার সংস্থার মাধ্যমে এই দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত মহিলা দের সম্মান প্রদান করলেন নারী সুরক্ষার বিষয়টি সমাজের আয়নায় তুলে ধরার উদ্দেশ্যে |

