
বীরভূম জেলার সিউড়ি ২ নং ব্লকের অন্তর্গত পুরন্দরপুরগ্রামপঞ্চায়েত সম্মানিত হলো
বিশেষ সংবাদদাতা,বীরভূম: বীরভূম জেলার সিউড়ি ২ নং ব্লকের অন্তর্গত পুরন্দরপুরগ্রামপঞ্চায়েত 15th finance সহ অন্যান্য Development schemes এ নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের দেওয়া অর্থ সঠিকভাবে গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের কাজে ব্যবহার করার জন্য পুরস্কৃত করলেন রাজ্য সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী বেচারাম মান্না।এছাড়াওউপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল সেখ,বীরভূম জেলা পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম,বীরভূম জেলা শাসক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।


CATEGORIES রাজনীতি