
বীণা সম্মান ২০২৪ সেরা পাড়ার পূজো
নিউজ ডেস্ক : দমদমের আমবাগান ইয়ুথ অ্যাসোসিয়েশনের সরস্বতী পূজো এ বছর পঞ্চম তম বর্ষে পদার্পণ করল | ১৩ ই ফেব্রুয়ারি এই পূজোর শুভ উদ্বোধন করেন কাউন্সিলর সুমিত চ্যাটার্জী সহ পুজো কমিটির প্রেসিডেন্ট ডঃ নরেন্দ্র সিংহ , সেক্রেটারি ইসান সেনগুপ্ত , দেবাঙ্কজীৎ রায় , অনুরাধা দেবনাথ ও অন্যান্যরা | পাড়ার কচিকাঁচাদের সাথে নিয়ে সাবেকিয়ানায় পরিপূর্ণ এই পূজোয় ছোটদের মধ্যে বিশেষ ভূমিকা নেয় নহলিকা সিংহ , শুভাশিষ রায় চৌধুরী , অগ্নিভ ভট্টাচার্য্য , প্রাপ্তি , দিশা রায় ও অভিজিৎ সহ অন্যান্যরা | এই পূজো বিচারকদের বিচারে তৃতীয় নয়ন পত্রিকা আয়োজিত বীণা সম্মানে সেরা পাড়ার পূজো সম্মানে ভূষিত হল |


CATEGORIES সোস্যাল